শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিএনপি’র প্রার্থীকে অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসছেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৪ আসনে দেখা দিয়েছে রাজনৈতিক সৌহার্দ্যের বিরল উদাহরণ।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।

তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

নিজের ফেসবুক পোস্টে তিনি রাজিব আহসানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আমরা প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক আসন হিসেবে তুলে ধরবো। আমাদের মূল লক্ষ্য মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটের সামগ্রিক উন্নয়ন। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন, আমিন।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও এমন শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

বরিশাল-৪ আসনের জনৈক ভোটার বলেন, আমার জানা মতে এর আগে এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণ দেখিনি। দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েও একজন আরেকজনকে এভাবে অভিনন্দন জানানো সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এ বিষয়ে অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, আমরা একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। যেই জয়লাভ করুক না কেন, এলাকার উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *