রিয়াজ ফরাজী।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (তজুমদ্দিন- লালমোহন) আসনে আবারো মনোনয়ন পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার (৫নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে মেজর অব. হাফিজ উদ্দিন আহমদের বাসভবনে মলংচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর হাসান তন্ময়ের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কয়েকশত নেতা-কর্মী এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় শিকদার জানান, ভোলার চারটি সংসদীয় আসনে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোয়ন প্রত্যাশা করলেও (তজুমদ্দিন- লালমোহন) ভোলা- ৩ আসনটি ছিলো সবচেয়ে ব্যতিক্রম। আমাদের এই আসনটিতে আমাদের নেতা বারবার যিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার বিকল্প আমরা তৃনমূলের নেতা-কর্মীরা কাউকে চিন্তা ও করতে পারিনি।
বিগত ১৭ বছর আমাদের তৃনমৃলের নেতা-কর্মীদের তিনি পিতৃছায়ায় আগলে রেখেছেন। ভোলা-৩ আসনটি অতীতে আমাদের নেতার দখলে ছিলো ইনশাআল্লাহ্ ভবিষ্যতেও থাকবে। দল নেতার উপর যে আস্থা রেখেছেন এই আস্থার প্রতিদান হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নেতাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। এসময় তিনি মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ কে মনোয়ন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।