শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান স্যারের সার্বিক নির্দেশনায় আজ বুধবার (৫নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস।

অভিযানে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে রাস্তা, ব্রিজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেখা যায়। এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো: আজিজ, মো: হাফেজ, মো: রফিকুল ইসলাম, মো: রিয়াজ ও মো: বিল্লাল, সবাই বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন এলাকায় যেন কেউ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা অটোরিকশাসহ অন্যান্য গাড়ি পার্কিং না করে সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশ, টবগী ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *