শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলাদেশ বানী ডেস্ক

দুর্ঘটনার ফলে বাসটি খাদে পড়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল।
বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো সাতজন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা মোংলা মহাসড়কের তেতুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো: এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি পড়ে। এতে বাসটি ব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দু’যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন সাতজন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদেরকে উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান আরো জানান, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশে মোংলায় যাচ্ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ জানান, দুর্ঘটনার ফলে বাসটি খাদে পড়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *