বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গৌরনদীতে মিলাদ মাহফিল

‎‎সোলায়মান তুহিন, গৌরনদী //

‎বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ জামে মসজিদে এক তাৎপর্যপূর্ণ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎‎মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম পাঠ এবং হৃদয়স্পর্শী বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার মাগফিরাত, কবুলিয়াত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়। একই সঙ্গে দেশের চলমান সংকট থেকে উত্তরণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

‎‎মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎‎বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন। তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

‎‎অনুষ্ঠান শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো মিলাদ মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *