সোলায়মান তুহিন, গৌরনদী //
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ জামে মসজিদে এক তাৎপর্যপূর্ণ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম পাঠ এবং হৃদয়স্পর্শী বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার মাগফিরাত, কবুলিয়াত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়। একই সঙ্গে দেশের চলমান সংকট থেকে উত্তরণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন। তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো মিলাদ মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।