শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
unus

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন আরও ৫ জন

বাংলাদেশ বাণী ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হতে যাচ্ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা শপথ নেবেন।

সরকারি উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

সরকারি যানবাহন অধিদপ্তর থেকে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এই ধরনের শপথগ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা থাকে।

গত ৮ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতিত হলে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বর্তমান সরকারের সদস্য সংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১ জন।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *