শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দৌলতখানে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দৌলতখান উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সকাল ১০টায় দৌলতখান বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

৭নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় সংহতি, স্থিতিশীলতা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সূচনা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বক্তারা বলেন,

৭নভেম্বর জনগণের বিজয়ের দিন। এদিন দেশের সেনা-বাহিনী এবং সাধারণ মানুষ একসাথে জাতীয় স্বার্থ রক্ষায় এগিয়ে এসেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।”

বক্তারা আরও উল্লেখ করেন-জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে রাজনৈতিক ক্ষেত্র উন্মুক্ত করেছিলেন
বর্তমান সময়ে দেশের গণতন্ত্র বিপর্যস্ত, মানুষের ভোট ও অধিকার হরণ করা হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার সহ-সভাপতি নিজাম ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কুট্টি সহ-সাংগঠনিক জুয়েল মাহমুদ জুলু খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা মো: রিয়াজ, যুগ্ন আহবায়ক আব্বাস উদ্দিন জাবেদ হাওলাদার, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহবায়ক সুমন পাটোয়ারী ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *