শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মেহেন্দিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর বিলবোর্ডে আগুন, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের বিলবোর্ডে ৮ নভেম্বর মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরদিন ৯ নভেম্বর রাত আনুমানিক ৩টায় একই চক্র ভাসানচর ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহমান ফারুকের বাড়িতে আগুন ও বোমা নিক্ষেপ করে।
মাওলানা ফারুক ও তার প্রতিবেশীরা জানান, বিকট শব্দ ও আগুনের শিখা দেখে তারা ছুটে আসেন, তবে হামলাকারীরা পালিয়ে যায়। বাসার লাকরীর ঘর ও রান্না ঘরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এটিকে সুস্পষ্ট পরিকল্পিত নাশকতা ও একই চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।
প্রতিবাদে, রবিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ভাসানচরের দফাদার হাট বাজারের ব্রিজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান ফারুক এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ আহসান হাবিব।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিরহাট থানা সভাপতি মাওলানা ফজলুল হক ও বরিশাল জেলা সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাফর আহমেদ সিদ্দিকী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণ। সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তারা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। তারা আরও বলেন, আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তিকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। গুপ্ত হামলার মাধ্যমে রাজনৈতিক মাঠ দখলের স্বপ্ন দেখেন যারা, এটি তাদের জন্য কড়া সতর্কবার্তা।
শান্ত এলাকায় বিশৃঙ্খলা ছড়ানোর দুঃসাহস বরদাশত করা হবে না। ইনশাআল্লাহ আইন ও জনগণ উভয় দিক থেকেই জবাব পাবে এ ধরনের নাশকতার সঙ্গে জড়িতরা। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে জনমনে এখনও উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *