আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি।।
“এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে” ভোলার লালমোহনে তারুন্যের উৎসব’২৫ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং পরিষদের হলরুমে তারুন্যের উৎসব’২৫ উপলক্ষ্যে সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক গান, নাতে রাসূল এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিলো- কেবল সুস্থ বিনোদনই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোকাম্মেল হকের সঞ্চালনায়, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ফরাজগঞ্জ ইউনিয়নের প্রশাসক আহসানুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , তারুণ্যের জোয়ারকে বাঁধা গ্রস্ত না করে একে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। এজন্য সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি বর্গকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে ইউনিয়ন ভিত্তিক অংশগ্রহণকৃত শিক্ষকদের মধ্যে ডেমো ক্লাস উপস্থাপন করেন শিক্ষকগণ। ডেমো ক্লাসে শিক্ষকগণ শিক্ষাদান পদ্ধতির একটি নির্দিষ্ট বিষয়ে পাঠদান উপস্থাপন করেন এবং তার শিক্ষণ দক্ষতা, বিষয়বস্তু জ্ঞান, এবং শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষমতা প্রদর্শন করেন। ডেমো ক্লাসে যে শিক্ষক সবচেয়ে ভালো করেছেন তাঁকে পুরস্কৃত করা হয়। যা ছিল প্রশংসনীয়। প্রত্যেক ইভেন্টের একজনকে পুরষ্কার প্রদান করা হয়।
ফরাজগঞ্জ ইউনিয়নে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, নাতে রাসূলে মুসলিমিয়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আল আমিন, রচনা প্রতিযোগিতায় সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা বেগম এবং শিক্ষকদের ডেমো ক্লাসে পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসেনে আরা বেগম ও শিক্ষক মোঃ ইকবাল হোসেন পুরুষ্কৃত হন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।