শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াত সমর্থকের কাছে বিএনপি নেতার ভরাডুবি

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীর চন্ডিপুরে কলারণ ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক ড. মোহাম্মাদ শাকির হোসাইনের সাথে ভোটের লড়াইয়ে ভরাডুবি হয়েছেন চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই জোমাদ্দার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় ওই মাদ্রাসার অডিটোরিয়ামে ম্যানেজিং কমিটির নির্বাচনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীর নাম কাগজে লিখে ভোট প্রদান করেন।
পূর্বে নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধির ৮টি ভোটের মধ্যে ড. মোহাম্মাদ শাকির হোসাইন ৭টি ভোট পেয়ে জয় লাভ করেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার ১টি ভোট পেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অশোক রায়, মাদ্রাসা সুপার মাওলানা সরোয়ার হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ ও সাংবাদিকবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করব। শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার অবকাঠামগত সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। এই প্রতিষ্ঠান অত্র উপজেলার একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। এজন্য সবাই আমাকে সহযোগীতা করবেন। আমাকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছেন তাদের কাছে আমি ঋণী। সকল ভোটারদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
এদিকে ভোট গ্রহণ শেষে ওই পরাজিত বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার তাকে সমর্থন করে ৪জন ভোটারের স্বাক্ষরিত একটি কাগজ বের করে প্রিজাইডিং কর্মকর্তা ডাঃ মহিউদ্দিনের কাছে দিলে তা প্রত্যাক্ষান করেন।
সংশ্লিষ্টরা জানান, বুধবার গভীর রাতে ওই চারজন ভোটারের বাড়িতে গিয়ে বলপ্রয়োগ করে বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার তার পক্ষে স্বাক্ষর নেন। এছাড়া ভোটগ্রহণের কিছুক্ষণ পূর্বেও ভোট কেন্দ্রের সামনে প্রকাশ্যে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *