স্থানীয়রা ও পাউবো সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে ‘জাম্পিং পদ্ধতিতে’ বালুর বস্তা ফেলার কাজ চলছে। এই কাজ বাস্তবায়নে দায়িত্বে আছে ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার।
রোববার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানটির একটি বালুবোঝাই বাল্কহেড নদীপথে কাজের স্থানে যাচ্ছিল। এসময় নদীর ঢেউয়ের তোড়ে বাল্কহেডটি ডুবে যায়। এতে ঠিকাদারের তিনজন শ্রমিক বাল্কহেডে অবস্থান করছিলেন।
পরে তারা সবাই সাতরে নিরাপদে তীরে উঠে আসেন বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী (পুর) মো. জিয়াউদ্দিন আরিফ। তিনি আরও বলেন, ঘটনায় কেউ হতাহত হননি। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।