শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎বরিশাল-১ আসনে এনসিপির প্রার্থী মাজহারুল ইসলাম নিপু

সোলায়মান তুহিন, গৌরনদী
‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাজহারুল ইসলাম নিপু-কে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরস্থ এনসিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করা হয়।

‎মনোনয়ন ঘোষণার সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, জেলা সদস্য সাবিত হোসেন শান্ত এবং বরিশাল মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম নিপু সাংবাদিকদের বলেন, ‎“বরিশাল-১ আসনে আমাকে মনোনীত করার মাধ্যমে এই আসনটি এনসিপির জন্য কার্যত নিশ্চিত হয়ে গেছে। স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ দীর্ঘদিন শাসনের নামে শোষণের শিকার হয়েছে। আমরা শাসক নয়, মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”

‎বরিশাল-১ আসনটি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে অন্যান্য রাজনৈতিক দল থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন। জামায়াতে ইসলাম মনোনয়ন দিয়েছে মাওলানা কামরুল ইসলাম খানকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন মুহাম্মদ রাসেল সরদার মেহেদী।

‎এনসিপির মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে বরিশাল-১ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠেছে। ভোটাররা এখন প্রত্যাশা করছেন উন্নয়ন, সেবামুখী রাজনীতি ও প্রার্থীদের বাস্তবসম্মত প্রতিশ্রুতির।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *