সোলায়মান তুহিন, গৌরনদী
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাজহারুল ইসলাম নিপু-কে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরস্থ এনসিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করা হয়।
মনোনয়ন ঘোষণার সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, জেলা সদস্য সাবিত হোসেন শান্ত এবং বরিশাল মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম নিপু সাংবাদিকদের বলেন, “বরিশাল-১ আসনে আমাকে মনোনীত করার মাধ্যমে এই আসনটি এনসিপির জন্য কার্যত নিশ্চিত হয়ে গেছে। স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ দীর্ঘদিন শাসনের নামে শোষণের শিকার হয়েছে। আমরা শাসক নয়, মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”
বরিশাল-১ আসনটি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে অন্যান্য রাজনৈতিক দল থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন। জামায়াতে ইসলাম মনোনয়ন দিয়েছে মাওলানা কামরুল ইসলাম খানকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন মুহাম্মদ রাসেল সরদার মেহেদী।
এনসিপির মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে বরিশাল-১ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠেছে। ভোটাররা এখন প্রত্যাশা করছেন উন্নয়ন, সেবামুখী রাজনীতি ও প্রার্থীদের বাস্তবসম্মত প্রতিশ্রুতির।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।