বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও ডিসি

নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিভাগে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বিভাগীয় কমিশনার ও মো. খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।

এতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে বরিশালের জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন মো. খায়রুল আলম সুমন। তিনি ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *