শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোলায় সার কারখানা পরিদর্শন করলেন তিন উপদেষ্টা

ভোলা প্রতিনিধি
ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা। শুক্রবার (১৪ নভেম্বর) কারখানা নির্মাণের স্থান পরিদর্শন করেছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা।

উপদেষ্টারা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শনকালে সারকারখানা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন।

সকালে উপদেষ্টারা ভোলায় পৌঁছে প্রথমে বোরহানউদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, জেলায় দুটি গ্যাস ক্ষেত্রের অধীন ৯টি কূপ খনন করা সম্পন্ন হয়েছে। আরও ৫টি কূপ শিগগিরই খনন কাজ শুরু হচ্ছে। এছাড়া আরও ১৪ কূপ খননের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। দেশের কাজে এই গ্যাসকে কাজে লাগাতে এখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন ও স্থান নির্ধারণসহ সম্ভাব্যতা যাচাই করতেই তাদের এ যৌথ সফর। এতে ভোলায় ভালো বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি জানান, সার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সারা দেশে ৩৪টি বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটি গোডাউন ভোলায় হচ্ছে এবং এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেই কাজের অগ্রগতি দেখতে এসেছেন বলেও জানান তিনি।

পরিদর্শনকালে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন উপদেষ্টা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশকালে আমরা ভোলাবাসী সংগঠনের সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর জেলার কয়েকটি স্থানে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *