শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দৌলতখানে জামায়াত প্রার্থী ফজলুল করিমের গণসংযোগ

মো.মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ চালিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ভোলা–২ আসনের প্রার্থী মুফতি ফজলুল করিম।

শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িরপাল্লা প্রতীকে ভোট চান।

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বৃদ্ধ, নারী ও তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ প্রার্থীকে স্বাগত জানান এবং দাঁড়িরপাল্লা প্রতীকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেন।

মুফতি ফজলুল করিম বলেন, “আমি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক সমাবেশ গঠন করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকায় উন্নয়ন কার্যক্রম জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবো।”

গণসংযোগে অংশ নেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলা, সৈয়দেলপুর ইউনিয়ন আমির মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আবু তাহের সহ প্রমুখ। নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুর ইউনিয়নের ছোট–বড় হাটবাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

আরো পড়ুন

অনেক দলের শাসন দেখেছেন, এবার ইসলামের শাসন দেখুন: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলের শাসন দেখেছেন। এবার একবার ইসলামের শাসন দেখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *