পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা স্মৃতিস্তম্ভ থেকে ধোঁয়া ও পোড়া চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন ধরানোর কাজে ব্যবহৃত পেট্রোল ও পোড়া কাপড় উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত নাশকতার ঘটনা বলে সন্দেহ করছে তারা।
ঘটনার পর এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ—জাতীয় স্মৃতিচিহ্নে অগ্নিসংযোগ দেশের ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে আঘাতের শামিল।
ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুরের পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে দোষীদের চিহ্নিত ও আইনের আওতায় আনার আশ্বাস দেন।
জুলাই যোদ্ধা ফাহাদ শিকাদার ওপি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভ আমাদের প্রেরণা আমাদের শক্তি যেই কাজ করেছে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। কামরুল হাসান সোহাগ বলেন :দেশ থেকে পালিয়ে গেলেও তার পিতার তারা এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক।
খান মোহাম্মদ আবু নাসের, পুলিশ সুপার পিরোজপুর, বলেন—“এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। স্মৃতিস্তম্ভে যে পেট্রোল ও কাপড় উদ্ধার হয়েছে, সেগুলো ফরেন্সিকে পাঠানো হবে। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।