আজিম উদ্দিন খান, লালমোহন
সারাদেশ ব্যাপী একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার ভোলার লালমোহন উপজেলার ৯টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ৩৩৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩৩৬ জন শিক্ষার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিয়েছে । সূত্রে জানা যায় এ বছর লালমোহনে নতুন কেন্দ্রে নয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এরমধ্যে লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমী ৮৬ জন, ইসলামিক মডেল মাদরাসা ৬৪ জন, লালমোহন মডেল একাডেমীর ৪০ জন, লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ৫৭ জন, রায় চাঁদ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ১৬ জন, বাংলাবাজার মডেল একাডেমীর ১৬ জন, সেকান্তরনগর একাডেমীর ৩৪ জন, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল অ্যান্ড মাদরাসার ১০ জন ও এ. রব ইংলিশ মিডিয়াম স্কুলের ৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান ও হল সচিবের দায়িত্ব পালন করেন লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমীর প্রাথমিক শাখার প্রধান মনজুরুল ইসলাম।
হল সুপার আজিম উদ্দিন খান বলেন, এবছর লালমোহনে কেন্দ্রটি নতুন এনেছি। অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। শিশু শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এই পরীক্ষার ধারা অব্যাহত থাকবে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম হল পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের এই মেধা বিকাশের প্রতিযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।