বাউফল প্রতিনিধি
বাউফলে ইয়াবা বড়িসহ এক মাদক বিক্রেতা ও দুই সেবনকারীকে আটক করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে বাউফল থানার পুলিশ তাদেরকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার (২৬), দাশপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কাওসার (২২) ও একই গ্রামের নজরুল খানের ছেলে রাসেল খান (২৫)।
এসময় উজ্জল হাওলাদারের কাছ থেকে ১২ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।