শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ডেঙ্গু নিয়ন্ত্রণে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম শুরু

এম. জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ডেঙ্গু ও এডিস মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বোরহানউদ্দিন পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।  শুক্রবার (১আগস্ট) পৌর প্রশাসক মহোদয়ের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিন ব্যবহার করে স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।

সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রধান সড়ক, অলিগলি, নালা ও জলাবদ্ধ এলাকায় ব্যাপকভাবে মশা নিধন স্প্রে ছিটানো হয়। পৌরবাসীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পৌর প্রশাসক জানান, “ডেঙ্গুর সংক্রমণ রোধে এটি একটি চলমান প্রক্রিয়া। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি আরও বলেন, এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে।

এ সময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন। ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীদের নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *