নিজস্ব প্রতিবেদক
মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণার পরেই বরিশালে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সদর রোডস্থ কাকলির মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।
এ সময় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে সাধারণ নিরীহ ছাত্র-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশিত এ রায়ে সাধারণ মানুষ খুশি। দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে এ রায় কার্যকর করতে হবে।” রহমাতুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ের মধ্য দিয়েই শেখ হাসিনা গংদের চূড়ান্ত বিচার করবে জনগণ।
রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আজ যে রায় ঘোষিত হয়েছে, এটি প্রতীকী বিচার মাত্র। জনগণ এতে স্বস্তি পেলেও তারা আরও বড় পরিবর্তন চায়। আওয়ামী সন্ত্রাসী ও শেখ হাসিনা গোষ্ঠীর রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করতেই তারা প্রস্তুত।
রহমাতুল্লাহ আরও বলেন, এই দেশের বহু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসির দিকে ঠেলে দিয়েছে খুনি হাসিনা সরকার। প্রকৃতির বিচার আল্লাহ এভাবেই করেন, খুনী হাসিনার করা ট্রাইব্যুনালেই তার ফাঁসির রায় হলো।
তিনি দাবি করেন, জনগণ এবার ব্যালটের মাধ্যমেই দেশের ‘চূড়ান্ত বিচার’ নিশ্চিত করতে চায়। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এ পরিবর্তন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর সদর রোডস্থ টপ টেন মোড় থেকে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ খান বাবলু বলেন, “শেখ হাসিনা যে অপরাধ করেছে, তাতে একবার নয় তাকে বারবার দণ্ডিত করা উচিত।” তিনি আরও বলেন, “এমনকি শেখ হাসিনার মরণোত্তর বিচার হওয়াও জনগণের দাবি।”
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, “দেশের গণতন্ত্র ও মানবাধিকারের ওপর যে নৈরাজ্য চালানো হয়েছে, তার দায় কেউ এড়াতে পারবে না। আজকের রায় সেই অন্যায়েরই বিচার।”
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম তরিক বলেন, “বাংলাদেশকে দুঃশাসন ও দুঃর্নীতির হাত থেকে রক্ষা করতে এ রায় জনগণের প্রত্যাশা পূরণ করেছে। এখন যে কোনো মূল্যে এ রায় কার্যকর করতে হবে।”
পরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আনন্দ র্যালি নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
এদিকে মিষ্টি বিতরণকালে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তারা মিষ্টি গ্রহণ করে প্রকাশ করেন যে, স্বৈরশাসকের শাস্তির রায় দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকেই বলেন, এই রায়ের মাধ্যমে নিপীড়িত মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি নুরুল মোমেন কোটন, ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, সহ-সধারণ সম্পাদক কেএম মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাহাত তালুকদার প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।