বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর পৌর শাখা সভাপতির বসতঘরে অগ্নিসংযোগ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিরাজ শেখ জানান, “রাতে ঘুম থেকে বের হয়ে দেখি আরিফুল ইসলামের বাড়িতে আগুন লেগেছে। আমি চিৎকার দিই এবং লোকজন ডাকতে থাকি। এসে দেখি সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।” ঘরের পাশের মসজিদের ইমাম মো. মারুফ সিকদার বলেন, “চিৎকার শুনে মসজিদ থেকে বের হয়ে দেখি ঘরে ভয়াবহ আগুন।

আমি মাইক দিয়ে ঘোষণা দিই। পরে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের ভেতরের সব মালামালসহ ঘর সম্পূর্ণ পুড়ে যায়।” মো. আরিফুল ইসলাম জানান, তিনি পিরোজপুরে থাকেন এবং তাঁর পরিবার চট্টগ্রামে অবস্থান করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ঘরের সব আসবাব ও মালামাল পুড়ে ছাই।

এতে তাঁর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “আমার পরিবার আজ স্থায়ীভাবে এই বাড়িতে ওঠার কথা ছিল। দ্দেশ্যপ্রণোদিতভাবেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না। রাজনীতির কারণে তেমন শত্রুও নেই।

এখন পরিবার নিয়ে কীভাবে নতুন করে থাকার ব্যবস্থা করবো সেই দুশ্চিন্তায় আছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রোমিজ জাহান জুম্মা জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলা হয়েছে। কেউ অগ্নিসংযোগকারীকে দেখেনি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

 

আরো পড়ুন

কাঠালিয়ায় ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *