বরগুনা প্রতিনিধি
বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলারে ২শ’ মণ ইলিশ ধরা পড়েছে। এর মধ্যে এফবি সাফাওয়ান-১ নামে ট্রলারে ৯০ মণ ইলিশ এবং এফবি রাইসা নামের ট্রলারে ১১০ মণ ইলিশ বিক্রি ধরা পড়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে মাছগুলো ৫৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এর আগে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৭০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে।
সংশ্লিষ্টরা জানান, এফবি রাইসা ও এফবি সাফাওয়ান নামে মাছ ধরার ট্রলার দুটি গত ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়।
এ বিষয়ে এফবি রাইসা ট্রলারের মাঝি মাসুদ বলেন, ‘গত ১৪ নভেম্বর আমরা মাছ ধরার জন্য সাগরে যাই। প্রথম তিন-চারদিনে মাত্র ৪০০ পিস মাছ পাই। ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলে কিছু সময় অপেক্ষা করার পর জাল টান দিতে গিয়ে দেখি ইলিশ আর ইলিশ। ওই এক টানেই আনুমানিক প্রায় ১৮ হাজার ইলিশ ধরা পড়ে।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।