মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ও চানপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা মাদারতলী খালটির নাব্যতা ফিরিয়ে আনতে চলতি বছর ৪০ লক্ষ টাকার খনন প্রকল্প হাতে নেয় সরকার।
কিন্তু প্রকল্পের কাজ শেষ হবার আগেই সেই খালে স্থানীয় নাগর খান চানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মারুফের সহযোগিতায় ড্রেজার বসিয়ে উত্তোলন করছে বালু—ভেঙ্গে পড়ছে খালের দুই তীর অচিরেই নাব্যতা হারাবে খালটি।
এলাকাবাসী জানান, স্থানীয় আবদুল্লাহ এই ড্রেজারটির মালিক। তিনি প্রায় প্রতিদিনই এভাবে খালের বিভিন্ন প্রান্তে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর এর কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি গতকাল রাতে আমি শুনেছি। স্থানীয়রা জানান এভাবে দিনের পর দিন ড্রেজার দিয়ে খাল থেকে বালু উত্তোলন করলে অচিরেই হুমকির মুখে পরবেন এই এলাকার শত শত পরিবার।