ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালে মুলাদী পৌরসভায় গতকাল ১৯ নভেম্বর বুধবার বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে বন্দরের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বেগম সেলিমা রহমানের পক্ষে তারেক রহমানের ৩১দফা বস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের জন্য ধানের শীষে ভোট চাইলেন মুলাদী উপজেলা সাবেক বিএনপি সভাপতি, সাবেক পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা উত্তর বিএনপি ১নং সদস্য আলহাজ্ব আঃ সত্তার খান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আঃ রব খান, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন সাবেক সেক্রেটারি মশিউর রহমান বেল্লাল, মুলাদী উপজেলা যুবদল সাবেক সভাপতি আবিদুর রহমান শরীফ, মোঃ কবির হোসেন ঢালী,
বরিশাল জেলা উত্তর জাসাস সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেন মল্লিক, মুলাদী সরকারী কলেজের সাবেক ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপি ৭নং ওয়ার্ড সাবেক সভাপতি মোঃ আখতার হোসেন আকন, মুলাদী সরকারি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি ও বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান,
মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মুলাদী উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আবুল কালাম মাঝি, মুলাদী উপজেলা ছাত্রদল কলেজ শাখা সভাপতি মোহাম্মদ রিফাত মল্লিক ও বরিশাল উত্তর জেলা তরুণ দলের যুগ্ম-আহবায়ক মো. রাশেদ শেখসহ বিভিন্ন স্তরের জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী।
আঃ সত্তার খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বরিশাল-৩ মুলাদী বাবুগঞ্জ আসনে ধানের শীষ মনোনয়ন নিয়ে যে আসবেন তার পক্ষেই আমরা কাজ করব। এই আসনটি বিএনপির ঘাঁটি।
দীর্ঘদিন বিএনপি এই আসন থেকে নির্বাচিত হয় জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তাই আমাদের অঙ্গীকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।