মোহাম্মদ ইউসুফ:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, কুরআনের শিক্ষা সমাজকে নৈতিকতার আলোকে আলোকিত করে এবং আদর্শবান প্রজন্ম তৈরি করে। একজন শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া মানে তার সামনে সত্য, ন্যায় ও নৈতিকতার আলোকবর্তিকা তুলে দেওয়া।
তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় মেহেন্দিগঞ্জের শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে “এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প-২৫” এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেন্দিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা উদ্যোগে আয়োজিত প্রাণবন্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মিজানুর রহমান মুবিন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত কার্যকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আকবর হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ, বরিশাল জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, জামায়াতের বরিশাল মহানগরীর পেশাজীবি থানার শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইলিয়াছ মুন্সী ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কুরআন ও গিফট প্যাকেজ বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।