বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে ছাত্রদল নেতা রবিউল ইসলাম (২৬) হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী করেছে বিএনপি। পাশাপাশি নিরপরাধ কোন লোক যেন হয়রানি না হয় সে ব্যাপারে প্রশাসন ও বিএনপির লোকদের খেয়াল রাখার আহবান জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সুপার ফাইভ নেতাদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভায় ওই আহবান জানানো হয়েছে।
সভায় বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স একমত হয়ে বলেন, অপরাধী যে দলের ই হোক সে কেবল অপরাধী হিসেবে গন্য হবে। আমরা প্রকৃত অপরাধীদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা মনে করি আওয়ামী লীগের একটি পক্ষ জাহাঙ্গীর নগরের হত্যার বিষয়টি ভিন্যখাতে নিয়ে দলের বদনাম করার জন্য পায়তারা করছে। আমরা লক্ষ্য করেছি মামলার ব্যাপারে আওয়ামী লীগের এক লোক প্রত্যক্ষ হস্তক্ষেপ করেছে। আমারা বলতে চাই সিসি ক্যামেরা দেখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল শিকদার,মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান , সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু,
মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মামুন হোসেন, দেহের গতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, চাঁদপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহিন হোসেন সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।