সোলায়মান তুহিন, গৌরনদী
বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা এলাকার মনি শিকদার নামে এক নারী স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কান্ডপাশা গ্রামের প্রবাসী রবিউল শিকদারের স্ত্রী মনি শিকদার গুচ্ছগ্রামের ২২নং ঘরের বাসিন্দা। তার স্বামী দুই মাস আগে কাতার প্রবাসে যাওয়ার পর থেকেই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. জুয়েল সরদার, নিবির সরদার ও মো. হামিম প্যাদা বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। তাতে রাজি না হওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে একাধিকবার তাকে এলোপাতাড়ি মারধর করে জখম করে।
মনি শিকদার অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা তার কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা নিয়ে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করছে। পাশাপাশি তাকে ও তার ১২ বছরের কন্যাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে সামাজিকভাবে হেয় করার প্রচারণা চালানো হচ্ছে। এতে করে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত অভিযোগে তিনি আরও জানান, উল্লিখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি তারা গুচ্ছগ্রামে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে এবং দাবিকৃত চাঁদা না দিলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে।
এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারসহ গুচ্ছ গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।