শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হলে জনগণই কঠোর জবাব দেবে: ড. মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল
প্রশাসন যদি আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ছাত্রজনতা কঠোর জবাব দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরি দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভুইয়ার বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, “একটি দলের নেতাকর্মীরা নিজেরা নিজেদের প্রায় ২০০ জনকে হত্যা করেছে, বহু মা–বোনকে ধর্ষণের শিকার করেছে। তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।” ড. মাসুদ বলেন, যদি গত ১৫ বছরের মতো কেউ কেন্দ্র দখলে আসে তাহলে তাদের পশু মনে করে কঠোরভাবে প্রতিহত করা হবে।

পথসভায় উপস্থিত ছিলেন কেশবপুর জামায়াতের আমির জাহিদ মাওলানা, কেশবপুর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু দাউদ, শিবির সভাপতি তানজিম হোসেন ও শিবির সেক্রেটারি কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরির দাবি জানান।

আরো পড়ুন

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *