শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মনপুরায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

মনপুরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের সমর্থনে মনপুরায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও জনসমাগমপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার এলাকায় জুমার আগেই দুই পাশ জুড়ে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতা বাজার রংবেরঙের মোটরসাইকেল, স্লোগান ও ব্যানারে পরিণত হয় এক উৎসবমুখর প্রাঙ্গণে।

সকাল ৮ টার দিকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হয়। শৃঙ্খলাবদ্ধভাবে লাইন ধরে শত শত মোটরসাইকেল দক্ষিণ সাকুচিয়া থেকে বের হয়ে উপজেলা সদর, হাজিরহাট, উত্তর সাকুচিয়া, রামনেওয়া বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দীর্ঘ সারিতে দাঁড়িপাল্লার পতাকা, ব্যানার, টি-শার্ট ও স্লোগান—সব মিলিয়ে পুরো উপজেলাজুড়ে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।

স্থানীয়রা জানান, এত বড় মোটরসাইকেল শোভাযাত্রা তারা সাম্প্রতিক বছরগুলোতে আর দেখেননি।

বিভিন্ন গ্রামের মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শোভাযাত্রার অংশগ্রহণকারীদের অভিবাদন জানান। শিশুরা উত্তেজনায় দৌড়ে দৌড়ে রাস্তার পাশে ভিড় করে। অনেকেই মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন মুহূর্তগুলো।

দলীয় শীর্ষ স্থানীয়দের উপস্থিতি শোভাযাত্রায় প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে ছিলে ভোলা জেলা ওলামা বিভাগের সভাপতি জেলা শুরা-কর্ম পরিষদ সদস্য ও মনপুরার সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম

উপজেলা আমির মাওলানা আহসানুল হক জসিম,উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজি,মনপুরা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইউনুস, শুরা ও কর্মপরিষদের সদস্য হাফেজ মতিউর রহমান ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মীরা।

তাদের নেতৃত্বে শোভাযাত্রাটি পুরোটা সময় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এক সুরে স্লোগান—‘দাঁড়িপাল্লার বিজয়’।

শোভাযাত্রায় অংশ নেওয়া প্রত্যেকের গায়ে ছিল বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি, হাতে ছিল ব্যানার–ফেস্টুন, আর মুখে ছিল দাঁড়িপাল্লার স্লোগান।

এক পর্যায়ে সড়কের দুই পাশ থেকে স্থানীয় নারীরাও শোভাযাত্রার সৌন্দর্য দেখতে ভিড় করেন। তাঁরা বলেন, “এত বড় মোটরসাইকেল বহর আগে দেখিনি। সবকিছুই খুব পরিপাটি ও শান্তিপূর্ণ ছিল।”

দীর্ঘ প্রায় তিন ঘণ্টা সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি এসে থামে রামনেওয়া নতুন বাজার জামায়াতে ইসলামী ইউনিয়ন কার্যালয়ের সামনে। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন—“এ শোভাযাত্রা কোনো শক্তি প্রদর্শনের আয়োজন নয়। এটি মানুষের অন্তর্গত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ—ইসলাম, ন্যায় ও ইনসাফের সমাজ গঠনের ডাক। মানুষ এখন দ্বন্দ্ব-সংঘাত ও স্বার্থের রাজনীতি থেকে বের হয়ে ইসলামী মূল্যবোধের দিকে ফিরছে। আজকের এ গণজোয়ারই তার সাক্ষ্য।”

প্রধান অতিথির হিসেবে প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন—“ভোলা-৪ আসনে দাঁড়িপাল্লাকে ঘিরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আমাদের সাহসকে আরও বাড়িয়েছে। এই আসনের প্রকৃত সমস্যাগুলো—নদীভাঙন, কর্মসংস্থান সংকট, শিক্ষা সুযোগের ঘাটতি,  দুর্বল স্বাস্থ্যসেবা—সবগুলো নিয়ে বিশদ পরিকল্পনা প্রস্তুত হচ্ছে। তিনি বক্তব্য বলেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি আর আপনার যদি আমাকে আপনাদের খেদমতের দায়িত্ব দেন  তাহলে মাদক নির্মূলে আমার মাত্র পাঁচ মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। ইশতেহারে আমরা এ সমস্যাগুলোর টেকসই সমাধান উপস্থাপন করবো।”

তিনি আরও বলেন—“আগামী নির্বাচনে জনগণের রায় পেলে চরফ্যাশন-মনপুরাকে আধুনিক অবকাঠামো, উন্নত সেবা, কর্মসংস্থান ও শিক্ষা-স্বাস্থ্যে সমৃদ্ধ একটি মডেল আসন হিসেবে তৈরি করা হবে। বিগত সময়ের যেসব কাজ অসম্পূর্ণ ছিল, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে।”

শোভাযাত্রা চলাকালে অনেকেই বলেন, আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর তৎপরতা—নাগরিক সেবা, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, কমিউনিটি পর্যায়ে মানবিক কাজ—এসব কারণে তাদের প্রতি সমর্থন বেড়েছে।

“এত বড় শোভাযাত্রা হয়তো অন্য দলও করেছে, কিন্তু জামায়াত যেভাবে শৃঙ্খলা বজায় রেখেছে, সেটা চোখে লাগার মতো। কোনো বিশৃঙ্খলা বা হট্টগোল ছিল না। সবাই নিয়ম মেনে এগিয়েছে।”

তারা আরো বলেন—“দেশজুড়ে যে পরিবর্তনের স্রোত তৈরি হয়েছে, তাতে নিরপেক্ষ নির্বাচনে ভোটের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে।”

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *