বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসায় প্রথম পর্বের পরীক্ষা সম্পন্ন

আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলার লালমোহনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসায় ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি, নুরানী-নাজিরা ও হিফয বিভাগের শতাধিক  শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খালেদ হোসাইন বলেন,
“ইসলামিক ও নৈতিক শিক্ষায় দক্ষ একটি প্রজন্ম তৈরির লক্ষ্য নিয়ে আমাদের মাদরাসা পরিচালিত হচ্ছে। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা, পাশাপাশি নুরানী, নাজিরা ও হিফয বিভাগের পাঠদান নিয়মিতভাবে করা হয়। আজকের ভর্তি পরীক্ষা ছিল প্রথম ধাপ; আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
পরীক্ষা হল পরিদর্শন করেন নির্বাহী পরিচালক মো: আবুল হাসান, আবুল কালাম, আজিজুল হক  অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ মাওলানা ফরিদ উদ্দিন, আল-আমিন তামিম, লিজা, সোহাগ, শাহাদাৎ, ফরিদ, কবির, আইয়ুব আলী, ওমর ফারুক, ইউসুফ হাসান, শিহাব উদ্দীন, নাজিম উদ্দীন প্রমুখ।
শান্ত পরিবেশে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সন্তোষজনক সাড়া ফেলেছে।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *