আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলার লালমোহনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসায় ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি, নুরানী-নাজিরা ও হিফয বিভাগের শতাধিক শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খালেদ হোসাইন বলেন,
“ইসলামিক ও নৈতিক শিক্ষায় দক্ষ একটি প্রজন্ম তৈরির লক্ষ্য নিয়ে আমাদের মাদরাসা পরিচালিত হচ্ছে। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা, পাশাপাশি নুরানী, নাজিরা ও হিফয বিভাগের পাঠদান নিয়মিতভাবে করা হয়। আজকের ভর্তি পরীক্ষা ছিল প্রথম ধাপ; আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
পরীক্ষা হল পরিদর্শন করেন নির্বাহী পরিচালক মো: আবুল হাসান, আবুল কালাম, আজিজুল হক অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ মাওলানা ফরিদ উদ্দিন, আল-আমিন তামিম, লিজা, সোহাগ, শাহাদাৎ, ফরিদ, কবির, আইয়ুব আলী, ওমর ফারুক, ইউসুফ হাসান, শিহাব উদ্দীন, নাজিম উদ্দীন প্রমুখ।
শান্ত পরিবেশে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সন্তোষজনক সাড়া ফেলেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।