বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়ায় ভূমিকম্পের প্রভাবে বসত ঘর নদী গর্ভে বিলীন

মাইদুল ইসলাম শফিক।।

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে একটি বসত ঘর ও বেশ কিছু গাছপালাসহ প্রায় ২০শতাংশ জায়গা নদীতে ভেঙ্গে গেছে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় গতকাল ২১নভেম্বর সারাদেশে ভূমিকম্প সংগঠিত হওয়ার পরপরই এ ঘটনাটি ঘটেছে।ওই বসত বাড়িটির মালিক মোঃ আবু বকর ঘরামী। তিনি জানান তার বাবাসহ পূর্বপূরুষগন ওই বাড়িতেই বসবাস করতেন।

তিনি আরো জানান যে, তার ঘরটি নদীর কাছাকাছি থাকায় তিনি কয়েকদিনের মধ্যেই অন্যত্র সড়িয়ে নিতে ব্যবস্থা করতেছিলেন। কিন্তু এতো তাড়াতাড়ি যে তা নদী ভাঙ্গনের শিকার হবে তা তারা বুঝে উঠতে পারেননি। তাদের প্রাথমিক ধারনা ঘরটি যেহেতু নদী ভাঙ্গনের কাছাকাছি ছিলো তাই সারা দেশে ভূমিকম্পের প্রভাবে এমনটা ঘটতে পারে।

তবে ঘরটির ভিতরে থাকা কোন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে প্রত্যেক বছরের অক্টোবর ও নভেম্বর মাসে উপজেলার বুক চিরে বয়ে যাওয়া সন্ধা নদীর ভাঙ্গনের শিকার হয় বেশ কিছু গ্রাম।এর মধ্যে অন্যতম হলো চাউলাকাঠি,  মিরেরহাট, জাঙ্গালিয়া, খোদাবখসা, মসজিদবাড়ি, খেজুরবাড়ি শিয়ালকাঠি, দান্ডয়াট, ব্রাহ্মণকাঠি, কাজলাহার, জম্বুদ্বীপ, বাইশারিসহ বেশ কিছু গ্রাম। শিয়ালকাঠি, নাটুয়ারপাড় ও কালিরবাজারসহ আরো কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে।

উল্লেখ্য বহুবছর পূর্ব থেকেই এসব ভাঙ্গন কবলিত এলাকার মানুষ নদী ভাঙ্গন প্রতিরোধে যাহাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় সে ব্যাপারে বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম করে আসছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *