এম.জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মুফতি ফজলুল করিমের পক্ষে (২২ নভেম্বর ) শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটর র্যালি। স্থানীয়দের ভাষ্যমতে, এটি এ আসনের ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বড় সমাবেশ ও মোটরসাইকেল বহর।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে হাজারো মানুষ র্যালিতে অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানান। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ মোটরসাইকেলের সারি এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
র্যালিতে অংশ নেওয়া একাধিক সমর্থক জানান, এলাকায় পরিবর্তন ও পরিষ্কার রাজনীতির প্রত্যাশায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও এত বড় সমাবেশকে আসন্ন নির্বাচনে ভোটারদের আগ্রহের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।
র্যালি শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনগণের যে বিপুল সাড়া আজ পাওয়া গেছে তা তাদের আগামীর সকল কর্মসূচিতে নতুন উদ্দীপনা যোগ করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।