লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি এবং কর্তার হাট আলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে মোট ৮১ সদস্য বিশিষ্ট লালমোহন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সদস্য সচিব অধ্যক্ষ মো. সফিউল্যাহ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের চরফ্যাশন উপজেলার সভাপতি মাওলানা মো. কামাল হোসেন, বোরহানউদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, নাজিরপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল হাসেম, লর্ডহাডিঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা অলিউল্যাহ, করিমগঞ্জ আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, গজারিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুর রহমান, লালমোহন কামিল মাদরাসার প্রভাষক আব্দুর রশীদ, রমাগঞ্জ তোফালিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াছিন ও মো. জাকির হোসেন, চরছকিনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় লালমোহন উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উক্ত ৮১ সদস্যবিশিষ্ট লালমোহন উপজেলা কমিটি গঠন করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন, নাজিরপুর আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মানছুর আহমেদ ও পূর্বচরছকিনা দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মো. নেছার উদ্দিন।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. বিন ইয়ামিন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।