চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের খাদ্যবান্ধব চাল বিতরণে চুরি,অধিক দামে বিক্রি ও মাপে কম দেওয়ার অভিযোগে ডিলার ডা. আবদুল মান্নানের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার বিকালে আবদুল্লাহপুর ইউনিয়নের মৃধা চৌমুহনী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর চালের কার্ডধারী হতদরিদ্র প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় তারা অভিযুক্ত ডা. আবদুল মান্নানের খাদ্যবান্ধব কর্মসূচীর চালের ডিলারশীপ বাতিল ও তার শাস্তি দাবী করে শ্লোগান দেন।
কার্ডধারী কয়েকজন হতদরিদ্র নারী-পুরুষ বলেন, ডা. মন্নান একজন দুর্নীতিবাজ।
সে সরকারী চালের কার্ডধারীদের প্রতি স্লিপের আওতায় ৩০ কেজি চালের পরিবর্তে ২০/২২ কেজি চাল দেয়। এছাড়াও সে ৪৫০ টাকার পরিবর্ত কার্ডধারীদের কাছ থেকে জোরপূর্বক ৫০০ টাকা নেয়।
ডিলার আবদুল মান্নান অনিয়মকে যেন নিয়মে পরিণত করেছে। গত সপ্তাহে তার আপন ভাগ্নীর বাসায় ৬-৭ বস্তা চাল পাওয়া যায়, সে সময় তার ভাগ্নী গণমাধ্যমের কাছে স্বীকার করেন যে, সে মাত্র একটি কার্ডের বিপরীতে এতগুলো চাল কিনে এনেছেন।
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দীর্ঘ সময় ধরে গরিবের প্রাপ্য চাল কালো বাজারে বিক্রয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ডিলার আব্দুল মান্নান । অথচ যাদের জন্য সরকারী এ কর্মসূচি, তারা যথাযথভাবে চাল পাচ্ছে না।
অভিযোগ এর বিষয়ে ডিলার আবদুল মান্নান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হচ্ছে। যে অতিরিক্ত চাল পাওয়া গিয়েছে বলা হচ্ছে তা মিথ্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগের তদন্ত করে অনিয়ম পেলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।