শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কুয়াকাটায় জেলেদের নিয়ে বেসলাইন জরিপ ও ট্রলার নিবন্ধন বিষয়ে কর্মশালা

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রগামী জেলেদের নিয়ে উপজেলা পর্যায়ে যৌথ (DoF-MMO) বেসলাইন জরিপ ও ট্রলার নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে কুয়াকাটার হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করে কলাপাড়া উপজেলা মৎস্য অফিস। কর্মশালাটি সাসটেইনেবল মেরিন ফিসারিজ প্রকল্প (SMFP) এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দীন শেখ। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ-প্রকল্প পরিচালক এস. এম. আজহারুল ইসলাম।
কর্মশালায় সামুদ্রিক মৎস্য নৌযানসমূহকে ব্যবস্থাপনার আওতায় আনা, জেলেদের সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্তকরণ, সামুদ্রিক আইন সম্পর্কে অবহিতকরণ, নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং একটি পূর্ণাঙ্গ ডাটাবেইজ গঠনের লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্য কর্মকর্তা, কুয়াকাটা ও আলিপুর-মহিপুর মৎস্য বন্দর এবং কলাপাড়া উপজেলার শতাধিক মৎস্যজীবী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
এই কর্মশালার মাধ্যমে জেলেদের সচেতনতা ও নৌযান ব্যবস্থাপনায় আধুনিকায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা উপকূলীয় এলাকার মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *