মোহাম্মদ ইউসুফ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনের প্রান্তিক জনপদে প্রতিদিন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলে মানুষের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন ও সেগুলো সাধ্যমত সমাধানের প্রচেষ্টা করছেন ও প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে তিনি সোমবার (২৪নভেম্বর) হিজলা উপজেলার সদর (বড়জালিয়া) ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন এবং হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হিজলা উপজেলার সাবেক সভাপতি মরহুম সার্জেন্ট (অবঃ) আনোয়ার হোসেন দুলাল এর কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার তাঁর দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আপনাদের ভোটে যদি সংসদ সদস্য হওয়ার সুযোগ পাই, তবে সরকারি বরাদ্দসহ সব উন্নয়ন প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করব। জনগণের টাকা জনগণের কাজে ব্যয় হবে এটাই আমার অঙ্গীকার। আমি ১টাকারও দুর্নীতি করব না।
গণসংযোগকালে তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত হিজলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ গুলজার আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ ও জামায়াত নেতা মাস্টার আঃ মান্নান প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।