বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কুয়াকাটায় চাঁদা না দেওয়ায় পুনরায় হামলার অভিযোগে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মহিপুর প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটার আজিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান একটি চাঁদাবাজি মামলার জের ধরে জয়নাল আবেদীনের ওপর পুনরায় হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (০৩জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মহিপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বলেন, ২০২৩ সালে কুয়াকাটার আজিমপুরে অবস্থিত ফজলুল উলুম কারিমা মাদ্রাসার ঘর উত্তোলনের সময় আনোয়ারের নির্দেশে আনসার ও আমির হোসেন তার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অতর্কিতভাবে মারধর করা হয়। এ ঘটনার পর তিনি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন, যা এখনো চলমান রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, মামলার পর থেকেই আনসার ও আমির হোসেন তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ডিসেম্বর জয়নাল আবেদীন নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত আনসার ও আমির সেখানে উপস্থিত হয়ে তাকে গালিগালাজ ও মারধর শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের নিকট দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় মহিপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, অর্থ সম্পাদক এম পলাশ সরকার, কার্যনির্বাহী সদস্য মোঃ মাহতাব হাওলাদার ও মোঃ মনিরুজ্জামান, সদস্য মাইনুদ্দিন আল আতিক, সহযোগী সদস্য আল আমিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *