সোলায়মান তুহিন।।
গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবরাহিম। তিনি বলেন, “উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এ বিপদ থেকে যুব সমাজকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা হবে। পাশাপাশি পৌর এলাকা ও বাজারগুলোতে দীর্ঘদিনের যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই।”
সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, সমবায় কর্মকর্তা আফসানা শাখি, গণঅধিকার পরিষদ উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মো. নুর আলম সেরনিয়াবাত, মো. ফারুক মৃধা, উপজেলা মহিলা সংস্থা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আহম্মাদ বিন হোসাইন প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা, মাদক, ইভটিজিং, সামাজিক স্থিতিশীলতা রক্ষা, রাস্তার নিরাপত্তা ও জনসেবা নিশ্চিতসহ বিভিন্ন ইস্যুতে মতামত তুলে ধরেন।
সভা শেষে ইউএনও মোহাম্মদ ইব্রাহিম সকল দপ্তরের সমন্বিত উদ্যোগে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।