শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সাংবাদিক মুনির হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

বরিশাল তথা দক্ষিণাঞ্চলের আধুনিক সাংবাদিকতার পথিকৃত, ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) মৃত্যুবার্ষিকীর দিনে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের উদ্যোগে নগরীর কলেজ রোড অ্যাডভোকেট নেহালে হোসেন হাফিজি ও নূরানী মাদ্রাসায় পবিত্র কোরআন তেলাওয়াত, মুসলিম গোরস্থানে কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক মুনির হোসেন ২০০৬ সালের ২৫ নভেম্বর মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুনিয়ার যাত্রা শেষ করে পরকালে পারিজমান। তিনি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া বরিশাল প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেনের মেঝ ভাই।

এছাড়া রাজপথ থেকে উঠে আসা একজন প্রগতিশীল রাজনীতিক ছিলেন মুনির হোসেন। তিনি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এই পদে থেকে দীর্ঘদিন সুনামের সাথে নেতৃত্ব দিয়েছেন তিনি।

সাংবাদিকতা এবং রাজনীতির পাশাপাশি একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন মুনির হোসেন। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পদে থেকে সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন তিনি। মৃত্যুর ১৭ বছরেও তাঁকে ভোলেনি বরিশালের সাংবাদিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

প্রয়াত মুনির হোসেনের ঘণিষ্ঠ সহকর্মী এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা জানান, ‘মুনির হোসেন সাংবাদিকতার পেশাগত জীবনে অনেক অবদান রেখে গেছেন। সাংবাদিকতায় তাঁর কর্মকাণ্ড ছিল প্রশংসনীয়। তিনি সাংবাদিকতার পেশাকে কলুষ মুক্ত রেখে জীবনের শেষ দিন পর্যন্ত সৎ ও সাহসী সাংবাদিকতা করে গেছেন।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *