ঝালকাঠি প্রতিনিধি
ফজরের নামাজের সময় ওজু করতে গিয়ে ঘাটলা থেকে পা পিছলে নদীতে ডুবে মর্জিনা বেগম নামে এক নারী মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পোনবালিয়া ইউনিয়নের দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম মাদারীপুর জেলার ছিলারচর এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি পশ্চিম দেউড়ি এলাকায় তার মেয়ের জামাই আল আমিনের বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহতের মেয়ে জামাই আল আমিন জানান, আমার শাশুড়ি কিছুদিন আগে চোখের অপারেশনের কারণে আমাদের বাড়িতে আসেন। সকালে ফজরের সময় দেউড়ি নদীর পাড়ের ঘাটলায় নামার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। পরে কিস্তাকাঠি এলাকার নদীতে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।