শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আমরা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই-মাওলানা আবদুল জব্বার

মোহাম্মদ ইউসুফ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিজলা উপজেলার সদর (বড়জালিয়া) ইউনিয়ন জামায়াতের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব,ইনশাআল্লাহ।

সোমবার (২৪নভেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাড়ী বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ ও সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মাওলানা গাজী ইব্রাহীম।

এতে বিশেষ অতিথি ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারী ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও জামায়াত নেতা মাস্টার আঃ মান্নান প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ জনগন উপস্থিত করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *