নিজস্ব প্রতিবেদক।।
শুক্রবার রাতে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অজ্ঞান অবস্থায় এক কিশোরীকে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন বামনা থানার ওসিকে বিষয়টি জানান।
ওসি হারুন অর রশিদ ওই কিশোরীকে তার তত্ত্বাবধানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ওই কিশোরীর কোনো আত্মীয়-স্বজন বা কিশোরীকে চেনেন, এমন কোনো ব্যক্তির খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।