শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে আন্দোলনরত ৮ দলের সমন্বয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে আন্দোলনরত সমমনা ৮ দলের প্রস্তুতি বৈঠক অনুস্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর জহিরউদ্দিন মুহাম্মাদ বাবরের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমানের সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার বরিশাল নগরীর বেলস পার্কে আন্দোলনরত সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশ অনুস্ঠিত হবে।

সমাবেশ বাস্তবায়নে আন্দোলনরত
৮ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জুবায়ের, খেলাফত মজলিশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রাকিবুল ইসলাম, জাতীয় গনতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মো: মনির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় গনতান্ত্রিক পার্টি সহ আন্দোলনরত ৮ দলের জেলা ও মহানগর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *