নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ দফা দাবিতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সরা। বুধবার সকাল ১১টায় হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে নার্সরা জানান, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ‘অপচেষ্টা’ বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
নার্সরা আরও বলেন, উচ্চতর পদগুলোতে (৯ম থেকে ৪র্থ গ্রেড) যথাযথ প্রমোশন দিতে হবে এবং সুপারনিউমেরারি পদোন্নতি চালু করতে হবে। পাশাপাশি নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান।
ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান, সব গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফের জন্য প্রফেশনাল বিসিএস চালুর দাবি উত্থাপন করেন তারা। বেসরকারি হাসপাতাল ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নার্স নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা, মানসম্পন্ন বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
অভিযোগ করা হয়, নার্সদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া ‘স্বৈরাচারী সরকারের’ নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল করতে হবে এবং ঝুঁকিভাতা প্রদান করতে হবে। শয্যা, রোগী ও চিকিৎসকের অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন নার্সরা।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরিশাল শাখার সভাপতি মোঃ আলী আজগর, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক নূরে আলম এবং কোষাধ্যক্ষ শামীমা পারভীন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।