বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বরিশালে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ খাইরুল আলম সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মাহফুজুল হক এবং পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রাণী সম্পদের সুরক্ষা এবং উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া, প্রাণী স্বাস্থ্য এবং এর মাধ্যমে কৃষি খাতের অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রাণীসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

এই ধরনের অনুষ্ঠানগুলো প্রাণীসম্পদের সুরক্ষা ও উন্নয়নের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জনগণকে সচেতন করে তোলে, এমনটি জানান বক্তারা।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *