শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প

মোঃ আল-আমিন, বাউফল
আজ (২৮ নভেম্বর, শুক্রবার) জুলাই শহীদদের স্মরণে  বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে এক মহৎ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৮:৩০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রধান অতিথি ক্যাম্প পরিদর্শন  করেন এবং এলাকাবাসী স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
মেডিকেল ক্যাম্পে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা নিতে ভিড় করেছেন। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসকরা মনোযোগ সহকারে রোগীদের দেখেন এবং ওষুধ বিতরণ করা হয়।
 বিনামূল্যে ঔষধ সরবরাহ এবং সহযোগিতায় ছিল স্বনামধন্য দুটি প্রতিষ্ঠান— বায়োফার্মা লিমিটেড এবং ইবনে সিনা লিমিটেড। এলাকার সাধারণ জনগণ এ ধরনের জনহিতকর কাজের জন্য আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *