আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলার লালমোহনে স্বাস্থ্য সেবার নতুন দিগন্ত উন্মোচন করার প্রত্যয় নিয়ে শুভ উদ্বোধন হয়েছে এসটিএস ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার জুমাবার সকাল নয়টায় লালমোহন ব্রাইট টাওয়ারে এই উদ্বোধন করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহে আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ভিডিপি র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব লালমোহন – তজুমদ্দিনের জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী নিজামুল হক নাঈম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএস ডাঃ মহসিন খান, জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমীর মুহাদ্দিস আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, (পরিচালক প্রশাসন, এসটিএস) এড. রহমত উল্লাহ সেলিম, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব মিন্টু মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাউদ্দিন বাহার।
এসময় লালমোহন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম নোমানসহ পরিচালনা পর্ষদের অনেকেই উপস্থিত ছিলেন। এসটিএসের ম্যানেজার এম এ হাসানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকগন মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।