শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জনগণ ডাঃ শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: অধ্যক্ষ বাবর

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের উদ্যেগে নির্বাচনী প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর গীর্জা মহাল্লা এ.কে স্কুল অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য,বরিশাল মহানগরী আমির বরিশাল -০৩ (বাবুগঞ্জ -মূলাদী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জনগন দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য নির্বাচনের অপেক্ষায় আছে। তারা জামায়াত কে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই।
আগামীতে দেশের জনগন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন এখন থেকেই নির্বাচনী প্রচারনা শুরু করেন, প্রত্যেক ভোটারের কাছে যান খোঁজ খবর নেন। প্রার্থীর হয়ে কাজ করবেন আপনারা।
তিনি ২ ডিসেম্বর বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন। ২ ডিসেম্বর স্লোগান স্লোগান মুখরিত করে বরিশাল নগরী জামায়াতের নগরীতে পরিণত করতে হবে বলে আশা ব্যক্ত করেন।
উলেখ্য আগামী ২ ডিসেম্বর বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে ৮ দলীয় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমসহ সমমনা সকল দলের প্রধানগণ উপস্থিত থাকবেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারী মাওলানা মতিউর রহমান,সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাফর ইকবাল, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ,  নায়েবে আমির অধ্যাপক গোলাম গোফরান ও কোতয়ালী দক্ষিন থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রউফসহ ইউনিয়ান/ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *