শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

উলানিয়ায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন মাওলানা আবদুল জব্বার

মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের যাদুয়া তালুকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন নদীভাঙন এলাকা শনিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।

পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। উল্লেখ্য, ইতোমধ্যে উক্ত এলাকার বহু বাড়িঘর ও ফসলি জমি ভাঙনের কবলে পড়ে তেতুলিয়া নদীর গর্ভে বিলীন হয়েছে। এমনকি তালুকদার বাড়ি জামে মসজিদের মাঠও নদীগর্ভে চলে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

অধ্যাপক আবদুল জব্বার নদীভাঙনের ভয়াবহতা প্রত্যক্ষ করার পর উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে এ ভাঙন থেকে রক্ষার জন্য দোয়া-মোনাজাত করেন। তিনি বলেন, নদীভাঙন আজ শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠানকেও বিলীন করে দিচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান একান্তই জরুরি। জামায়াতে ইসলামী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে অঙ্গীকারবদ্ধ। আমরা ইতিমধ্যে এই এলাকায় নদী ভাঙ্গন রোধে সাধ্যমত সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ নির্বাচনে দায়িত্ব পেলে নদীভাঙন রোধে পরিকল্পিত উদ্যোগ নেয়া হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক তালুকদার, জামায়াতের বরিশাল জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইমরান হোসেন ও মাস্টার আমজাদ হোসেন, চাঁনপুর ইউনিয়ন আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন আমীর কাজী মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বর্তমানে ভাঙনরোধে স্বল্প পরিসরে জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে তা যথেষ্ট নয়। তারা মনে করছেন, কেবল সাময়িক কাজের মাধ্যমে কোনো সুফল আসবে না; বরং নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রয়োজন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *