শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় শ্রমিকদল নেতা আহত

‎সোলায়মান তুহিন, ​গৌরনদী
‎বরিশালের গৌরনদী উপজেলার লক্ষণকাঠি বাজারে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় শ্রমিকদল নেতা মো. আলী হোসেন হাওলাদারের (৪৪) উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। ‎শুক্রবার ২৮ নভেম্বর বিকেল ৫টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

‎ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাটাজোর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন তালুকদারের (৫৫) ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুজন তালুকদার (২৫) এর নেতৃত্বে ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তি আলী হোসেনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বর্বরে প্রহারে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহত আলী হোসেন হাওলাদার যুবদলের ৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রমিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। হামলার পর তার স্বজন ও দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

‎এ ঘটনার প্রতিবাদে গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকন কঠোর নিন্দা জানিয়ে বলেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার হামলা। আমাদের নেতা-কর্মীদের রক্ত ঝরানোর এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। দলীয় সিদ্ধান্তক্রমে শিগগিরই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” ‎অভিযুক্ত সুজন তালুকদারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনাটি সম্পর্কে বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ‎স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের নামে হামলা-নির্যাতনের এসব ঘটনা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *